The Business Standard বাংলা
আরাভ খান আটকের বিষয়টি ‘এখনো আনফোল্ডিং’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরাভ খান আটকের বিষয়টি ‘এখনো আনফোল্ডিং’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গত কয়েকদিন ধরেই দেশব্যাপী আলোচনা চলছে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে নিয়ে। মঙ্গলবার (২১ মার্চ) এ ঘটনায় নতুন মাত্রা যোগ হলো। এদিন সামাজিক মাধ্যমে গুঞ্জন রটে যে দুবাইয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সেখানকার পুলিশ আটক করেনি। 'তবে এটুকু বলতে পারি—সে পালাতে পারবে না' যোগ করেন তিনি। এর আগে পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা আরাভ খানকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, 'না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি। এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।' প্রতিমন্ত্রী বলেন, 'আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারে না।' সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর সাংবাদিকদের বলেছেন, দুবাইয়ে আরাভ খানকে আটকের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। 'তাকে আটক করা হয়েছে কি-না সেটা বলতে পারছি না, তবে আমরাও স্থানীয়দের থেকে তাকে আটক করার কথা শুনেছি,' যোগ করেন তিনি। দুবাইয়ে আরাভ খানের ঘনিষ্ঠ বন্ধু মিলন চিশতী নামক একজন অবশ্য বলেছেন, আরাভ খানকে দুবাই পুলিশ আটক করে নিয়ে গেছে। তিনি বলেন, প্রথমে আমরা শুনলাম আরাভ আত্মগোপন করেছে। 'পরে মঙ্গলবার বিকেলে জানতে পারলাম পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এবং কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে।' এদিকে দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের জুয়েলারি দোকানটি মঙ্গলবার সকাল থেকেই বন্ধ পাওয়া যায়। দোকানের বেশিরভাগ মালামাল অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে বলে ওই এলাকায় বসবাসকারী বাংলাদেশিরা জানান। এদিন তার আরেক ব্যাবসা প্রতিষ্ঠান আরাভ ট্রাভেলও বন্ধ ছিল। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরাভের বাড়ির চারপাশে দুবাই পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। বিভিন্ন সূত্রমতে, তাকে নজরদারিতেই রাখা হয়েছিল।
Published on: 2023-03-21 16:53:20.311738 +0100 CET

------------ Previous News ------------