The Business Standard বাংলা
ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবনে এসি বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবনে এসি বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত এবং তিনজন নিহত হয়েছেন। ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিন ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুরসালিন টিবিএসকে এ তথ্য জানিয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, বিস্ফোরণে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে সায়েন্স ল্যাব এলাকার একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটি আংশিক ধসে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসঙ্গে কাজ করে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বর্তমানে বিস্ফোরণের উৎস বিশ্লেষণের জন্য ঘটনাস্থলে কাজ করছে। স্পেশাল ব্রাঞ্চের ইনচার্জ (নিউমার্কেট জোন), ইন্সপেক্টর জিল্লুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এসি থেকে না হলেও, সিলিন্ডার বিস্ফোরণ থেকেও এ বিস্ফোরণ হতে পারে। এদিকে, মিরপুর রোডে - সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত  যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন কাটাবন এবং এলিফ্যান্ট রোড দিয়ে ঘুরিয়ে চলাচল করতে বলা হয়েছে।
Published on: 2023-03-05 08:10:51.191055 +0100 CET

------------ Previous News ------------