The Business Standard বাংলা
গুলিস্তানে ভবন বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে ভবন বিস্ফোরণ: দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী সংস্থাগুলো। মঙ্গলবার বিকেলে এ ভবনেই এক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ১২০ জনের অধিক আহত হন। বুধবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি ​​অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, "মোট চারটি ফায়ার ফাইটিং ইউনিট এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। শিগগিরই আরও দল যোগ দেবে।" ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137674 ) পুরান ঢাকার আলুবাজারে ভবন বিস্ফোরণে ১৮ জন নিহত, আহত অন্তত ১২০ ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137674 ) সূত্রের খবর, আজ সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞরাও উদ্ধার অভিযানে যোগ দেবেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, 'ঝুঁকিপূর্ণ' হওয়ায় ভবনের বেসমেন্টে এখনও উদ্ধার অভিযান সম্ভব হয়নি। ফলে সকালে উদ্ধার অভিযান পিছিয়ে দিতে হয়েছে। এর আগে গতকাল রাত ১১টার দিকে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137682 ) কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, তারপর হঠাৎ বিস্ফোরণে আহত ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137682 ) গতকাল বিকাল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ঠিক পাশেই অবস্থিত ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ১৭টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন, মোহাম্মদ সিয়াম (২০) গত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল গণমাধ্যমকে বলেন, গুলিস্তানের আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ভবনে বিস্ফোরণ হয়েছে, সেটি বাণিজ্যিক ভবন ছিল। 'নিচতলায় বিভিন্ন স্যানিট্যারি সামগ্রী ছিল। পাশেই ব্র্যাক ব্যাংক ছিল। এছাড়া বিভিন্ন কমার্শিয়াল দোকান ছিল,' বলেন তিনি। গোলাম ফারুক বলেন, বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে জানানো হবে। ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137694 ) গুলিস্তান বিস্ফোরণের পর থেকে নিখোঁজ স্বামীকে খুঁজছেন সন্তানসম্ভবা স্ত্রী ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-137694 ) এদিকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুলিস্তানে বিস্ফোরণে নিহতদের অধিকাংশই মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা গেছেন। মন্ত্রী আরও বলেন, 'এত বড় বিস্ফোরণ কী কারণে হলো তা তদন্তের পর জানা যাবে। আমাদের সতর্ক থাকতে হবে।'
Published on: 2023-03-08 06:30:49.819768 +0100 CET

------------ Previous News ------------