The Business Standard বাংলা
সারের দাম কেজিতে বাড়লো ৫ টাকা

সারের দাম কেজিতে বাড়লো ৫ টাকা

বৈশ্বিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। সোমবার (১০ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষক ও ডিলার উভয় পর্যায়েই এই দাম বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নতুন এই মূল্য সোমবার থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সারের বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করা হলো। ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি যথাক্রমে ২৫ টাকা এবং ২৭ টাকা, যা আগে ছিল ২০ টাকা ও ২২ টাকা। এর আগে ২০২২ সালের আগস্টে কৃষকদের জন্য ইউরিয়ার দাম কেজিপ্রতি ২২ টাকা এবং ডিলারদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও ডিলার ও কৃষকদের জন্য ডাই-অ্যামোনিয়াম ফসফেটের (ডিএপি) দাম প্রতি কেজি যথাক্রমে ১৯ টাকা ও ২১ টাকা এবং এমওপি (মিউরেট অফ পটাশ) কেজিপ্রতি ১৮ টাকা ও ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে, প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) দাম ইউরিয়ার মতোই, অর্থাৎ ডিলার ও কৃষক পর্যায়ে কেজিপ্রতি যথাক্রমে ২৫ টাকা এবং ২৭ টাকা।
Published on: 2023-04-11 08:23:47.655683 +0200 CEST

------------ Previous News ------------