The Business Standard বাংলা
চট্টগ্রামে এখনো ঈদের বোনাস দেয়নি ৮ শতাধিক শিল্প-কারখানা

চট্টগ্রামে এখনো ঈদের বোনাস দেয়নি ৮ শতাধিক শিল্প-কারখানা

চট্টগ্রামের প্রায় ৮০০-এর বেশি শিল্প-কারখানা এখনো কর্মীদের ঈদের বোনাস দেয়নি। তবে কারখানার মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী ২০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছেন। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে হাটহাজারী পর্যন্ত ভারী, হালকা ও পোশাক মিলে প্রায় ১,৪৮০টি শিল্প-কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় পাঁচ লাখ কর্মী কাজ করেন। এর মধ্যে রোববার (১৬ এপ্রিল) বিকাল পর্যন্ত ৬২৬টি কারখানার কর্মীরা বোনাস পেয়েছেন। বাকি ৮৫৪টি শিল্প-কারখানা এখনো বোনাস দেয়নি। এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে বেতন-বোনাস নিয়ে শ্রম-অসন্তোষ তৈরি হতে পারে এমন ৫১টি কারখানার তালিকা তৈরি করেছে চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এসব কারখানার বেশিরভাগই তৈরি পোশাক শিল্প কারখানা। বিজিএমইএ'র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বৈশ্বিক বাণিজ্য মন্দা পরিস্থিতির কারণে বর্তমানে অর্ডারের পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। 'এ কারণে কারখানার কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। তবুও শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ২০ এপ্রিলের মাঝে পরিশোধ করতে আমরা কারখানার মালিকদের নির্দেশনা দিয়েছি।' চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) সেলিম নেওয়াজ বলেন, 'ঈদের আগে যেন বেতন-বোনাস নিয়ে অসন্তোষ দেখা না দেয়, সেজন্য আমরা কঠোরভাবে মনিটরিং করছি। 'এখন পর্যন্ত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভের মতো কোনো সমস্যা তৈরি হয়নি। বেতন-বোনাস বাকি থাকা কারখানাগুলো ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে।'
Published on: 2023-04-17 13:35:37.055895 +0200 CEST

------------ Previous News ------------