The Business Standard বাংলা
বিশ্বব্যাংকের সাথে ২.২ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সাথে ২.২ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ

আগামী ১ মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে দাতাসংস্থাটির সঙ্গে ২.২ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হবে বাংলাদেশের। এর আগে জানুয়ারিতে ঢাকায় প্রথম পর্যায়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, চুক্তি সইয়ের সময় বিশ্বব্যাংকের সদর দপ্তরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, মোট ৫টি প্রকল্পের ঋণ চুক্তি হবে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তাও থাকবে। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি তালিকা বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে এবং দুই প্রকল্পের মধ্যে চুক্তির প্রস্তুতিও শেষ পর্যায়ে।
Published on: 2023-04-19 15:18:47.490436 +0200 CEST

------------ Previous News ------------