The Business Standard বাংলা
বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে অন্তত ২০০টি তৈরি পোশাকের দোকান পুড়ে গেছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ভোর ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় নিয়োজিত ফায়ার সার্ভিসের সব ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ এ আগুন এরমধ্যেই পার্শ্ববর্তী বাজারে ছড়িয়ে পড়েছে। এতে পুলিশ সদর দপ্তরের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পানির সরবরাহ শেষ হয়ে যাওয়ায় এ মুহূর্তে শহীদুল্লাহ হল থেকে পানি সরবরাহ করা হচ্ছে। বঙ্গবাজার মার্কেটের দোকানদারদের একজন শাহ আলম বলেন, "ভোর ৬টায় আগুনের সূত্রপাত হয়। পুরো জায়গাটার অবস্থা এখন জাহান্নামের মতো। মার্কেটের পরিস্থিতি ভয়াবহ। পুলিশ সদর দপ্তরের কিছু অংশও ঝুঁকিতে রয়েছে।" আগুনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের দিক থেকে আসা যানবাহন হানিফ ফ্লাইওভারে প্রবেশ করতে পারছে না।
Published on: 2023-04-04 05:13:29.899079 +0200 CEST

------------ Previous News ------------