The Business Standard বাংলা
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ধস, সব পেমেন্ট স্থগিত

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ধস, সব পেমেন্ট স্থগিত

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায়, ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়েছে। ফলে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনে সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। এনপিএসবি'র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত থাকে। আপাতত, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে। নাম না প্রকাশের শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আজ বুধবার (৫ এপ্রিল) ১২টার দিকে সিস্টেমটি ডাউন হয়, এখন পর্যন্ত তা পুনরায় চালু করা যায়নি। সার্ভার ক্র্যাশের কারণ সম্পর্কে স্বতন্ত্রভাবে নিশ্চিত হতে পারেনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
Published on: 2023-04-05 12:58:36.865285 +0200 CEST

------------ Previous News ------------