The Business Standard বাংলা
আসন্ন বাজেটে মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না

আসন্ন বাজেটে মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না

আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন‍্য মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না। "প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বুধবারের (১০ মে) সভায় অর্থমন্ত্রণালয় থেকে মহার্ঘ‍্যভাতা দেওয়ার কোন প্রস্তাব তুলে ধরা হয়নি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নিজ থেকে কিছু বলেননি", সভায় উপস্থিত অর্থবিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন। সে কর্মকর্তা আরও জানান, "মহার্ঘ‍্যভাতা দেওয়া কিংবা না দেওয়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এ বিষয়ে প্রস্তাবও রাজনৈতিক পর্যায় থেকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করতে হয়। সভায় অর্থমন্ত্রী মহার্ঘ‍্যভাতার কোন প্রস্তাব উপস্থাপন করেননি।" ( /bangla/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/news-details-143234 ) নতুন পে-স্কেল নয়, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতার প্রস্তাব ( /bangla/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/news-details-143234 ) এর আগে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাতে শোনা যায়,  নতুন পে-স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে-স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘভাতা পেতে পারেন। চলমান মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিশেষ এ ভাতার জন্য প্রস্তাব তৈরি করে অর্থ মন্ত্রণালয়। তবে বাজেট প্রণয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অর্থবিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেন, নতুন পে-স্কেল দেওয়া হবে না। নির্বাচনের বছরের আগামী বাজেটটি বর্তমান সরকারের মেয়াদের শেষ বাজেট।
Published on: 2023-05-11 06:59:39.596256 +0200 CEST

------------ Previous News ------------