The Business Standard বাংলা
বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিনকে বাংলাদেশের প্রথম 'চিফ হিট অফিসার' (সিএইচও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান – অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রকফেলার) ঢাকা উত্তর সিটির এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো মোকাবিলায় তাকে নিয়োগ দিয়েছে। ঢাকা ছাড়াও বিশ্বের আরো ছয়টি শহরে 'চিফ হিট অফিসার' রয়েছেন। এগুলো হলো- যুক্তরাষ্ট্রের মিয়ামি, চিলির সান্তিয়াগো, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রীসের এথেন্স এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন। আর্শট-রকফেলার জলবায়ু পরিবর্তনজনিত হুমকি বিশেষত তাপপ্রবাহ মোকাবিলায় বিভিন্ন ব্যক্তিকে এ পদে নিয়োগ দিয়ে থাকে। এদিকে বুশরাকে নিয়োগের পর এমন গুজব ছড়ায় যে মেয়ের জন্যেই মেয়র আতিকুল এই পদ সৃষ্টি করেছেন। এবিষয়ে মেয়রের কোনপ্রকার সম্পৃক্ততা নেই জানিয়ে ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চিফ হিট অফিসার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো পদ নয়'। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার হিসেবে বুশরার নিয়োগের ঘটনা পুরো জাতির জন্যেই গর্ব ও আনন্দের সংবাদ। একজন সমাজকল্যাণ নির্বাহী হিসেবে বুশরা আফরিন বাংলাদেশের পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পণ্য সরবরাহের অগ্রগতির বিষয়ে কাজ করেছেন। তার নেওয়া অন্যতম একটি উদ্যোগ ছিল পোশাক কারখানায় তাপমাত্রা হ্রাসে টাস্কফোর্স গঠন। এছাড়া, কারখানার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে কর্মজীবী মায়েদের সন্তানকে স্তন্যদানের পৃথক কক্ষের ব্যবস্থা করা এবং ডে-কেয়ার সেন্টারে শিশুদের দেখভালকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এর আগে তিনি এনজিও 'শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া 'প্রাণিকল্যাণ আইন, ২০১৯' এর নীতিগত পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে তিনি একজন পলিসি অ্যাডভোকেসি কনসালটেন্ট হিসেবে স্থানীয় সরকারের সঙ্গে কাজ করেছেন। নীতি-পরামর্শক হিসেবে কাজ করার আগে তিনি একজন ব্যবস্থাপনা নির্বাহীর দায়িত্ব পালন করেন। ওই পদে থাকার সময় তিনি চলমান বিভিন্ন ক্ষুদ্র-ঋণ উদ্যোগ ও প্রক্রিয়ার প্রভাব ও কার্যকারিতা মনিটর করেছেন। বাংলাদেশে সামাজিকভাবে সৃজনশীল ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য তহবিল ও বৈশ্বিক স্বীকৃতি আনতে তিনি সিটিব্যাংক এনএ-র সহযোগিতায় সিটি মাইক্রো-এনাপ্রেনারশিপ অ্যাওয়ার্ডস (সিএমএ) আয়োজনে সংগঠকের ভূমিকা পালন করেছেন। বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড ড্রামায় বিএ অনার্স করেন।
Published on: 2023-05-04 18:07:44.918078 +0200 CEST

------------ Previous News ------------