The Business Standard বাংলা
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১২ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১২ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পণ্য খালাস ও মূল্য নির্ধারণের ওপর অতিরিক্ত ভ্যাটের কথা উল্লেখ করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়াতে চেয়েছিল সমিতি। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা। গত বছরের ১৭ নভেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়েছিল সমিতি। দাম বাড়ানোর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল লিটার প্রতি ১৭৮ টাকা। এদিকে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা এবং পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৬০ টাকা।
Published on: 2023-05-04 09:03:13.863308 +0200 CEST

------------ Previous News ------------