The Business Standard বাংলা
৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

শুক্রবার (৫ মে) ভোর ৬টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্যমতে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ঢাকার কাছে দোহার উপজেলায় এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানায় ইউএসজিএস। সংস্থাটির মতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভোরবেলা মৃদু কাঁপুনিতে রাজধানীর অনেক বাসিন্দা ঘুম ভেঙে উঠে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে অনেকেই পোস্ট করেন। ভূমিকম্পের অনুভূতির পর কেউ কেউ ফেইসবুকে প্রবেশ করেন নিশ্চিত হওয়ার জন্য। 'আমাদের ১০ তলা ভবনের পুরোটা কাঁপছিল। খুব বড় ভূমিকম্প ছিল বলে মনে হচ্ছিল,' একজন লেখেন ফেইসবুকে। অনেকেই ফেইসবুকে ভূমিকম্পের তথ্য সম্পর্কিত স্ক্রিনশট শেয়ার করেছেন। সেগুলোতে ভূমিকম্পের উৎপত্তি ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে বলে দেখানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকাসহ দেশের অন্যান্য এলাকা।
Published on: 2023-05-05 03:18:51.916611 +0200 CEST

------------ Previous News ------------