The Business Standard বাংলা
বাজেট ২০২৩-২৪ | একাধিক গাড়ির মালিকদের জন্য কার্বন কর ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা

বাজেট ২০২৩-২৪ | একাধিক গাড়ির মালিকদের জন্য কার্বন কর ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে একাধিক গাড়ির মালিকদেরকে কার্বন কর দিতে হবে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন। কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার কার্বন কর আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে। এক্ষেত্রে ১,৫০০ সিসির গাড়ির মালিকদেরকে একই সক্ষমতার ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা কার্বন কর দিতে হবে। দেড় হাজার থেকে দুই হাজার সিসির গাড়ির জন্য ৫০ হাজার টাকা, দুই হাজার থেকে আড়াই হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা কার্বন কর প্রস্তাব করা হয়েছে। আর তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে দুই লাখ ও সাড়ে তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মোট ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট। বাজেট পেশ করার আগে এদিন সকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আসছে বাজেট হবে গরীববান্ধব। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে।
Published on: 2023-06-01 13:19:47.830601 +0200 CEST

------------ Previous News ------------