The Business Standard বাংলা
ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার বৃদ্ধির রেকর্ড, লেনদেন হচ্ছে ১০৯ টাকায়

ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার বৃদ্ধির রেকর্ড, লেনদেন হচ্ছে ১০৯ টাকায়

এক মার্কিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার আগের দিনের ১০৮.৭০ টাকা থেকে বেড়ে ১০৯ টাকা হয়েছে। যা বর্তমান আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিনিময় মান বৃদ্ধির নতুনতম রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গতকাল বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে (১৪ জুন) সর্বনিম্ন ১০৮.০৩ টাকা দরে লেনদেন হয় ডলার, আর সর্বোচ্চ দর ছিল ১০৯ টাকা। এর আগে গত ২৩ মে টাকার বিপরীতে ডলারের বিনিময় মান বেড়ে দাঁড়িয়েছিল ১০৮.৭৫ টাকায়। যা ছিল দেশের আন্তঃব্যাংক বাজারে তখন পর্যন্ত ডলারের সর্বোচ্চ মূল্য অর্জনের ঘটনা। প্রকৃতপক্ষে, যে দরে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ডলার বিক্রি করে সেটাই হলো আন্তঃব্যাংক বিনিময় হার। তারও আগে গত ১৫ মে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় দর ১০৮.৫০ টাকা হয়েছিল। আর ৭ মে তা ছিল ১০৮ টাকা। ব্যাংকাররা বলছেন, ডলারের রেমিট্যান্স রেট  বাড়ানোর ফলেই আন্তঃব্যাংক পর্যায়ে ডলারের দর বেড়েছে। যদিও বর্তমানে রেমিট্যান্স পর্যায়ে ডলারের দর হচ্ছে ১০৮.৫০ টাকা। অর্থাৎ, আন্তঃব্যাংক ডলারের দর তার চেয়েও বেশি বেড়েছে। গত ৩১ মে অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্স হিসেবে আসা ডলারের দর ৫০ পয়সা বাড়িয়ে ১০৮.৫০ টাকা নির্ধারণ করে। এর আগে টানা ছয় মাস ধরে রেমিট্যান্স পর্যায়ে এক ডলারের দর ১০৭ টাকা ছিল, তারপর সেটা ১ টাকা বেড়ে হয় ১০৮ টাকা। অবশ্য মার্চে এর চেয়েও বেশি দরে রেমিট্যান্সের ডলার কেনে কিছু ব্যাংক।
Published on: 2023-06-15 13:34:42.6763 +0200 CEST

------------ Previous News ------------