The Business Standard বাংলা
২৭ জুন থেকেই শুরু ঈদের ছুটি

২৭ জুন থেকেই শুরু ঈদের ছুটি

ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আযহার ছুটি থাকবে। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৮ থেকে ৩০ জুন কোরবানির ঈদের ছুটি নির্ধারিত ছিল। ৩০ তারিখের পরদিন অর্থাৎ ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিনের। এর আগে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে। গতকাল রোববারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঈদের ছুটি একদিন বাড়ানো যৌক্তিক বলে মন্তব্য করেন। ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ বিকেলে মন্ত্রীসভা কমিটির বৈঠক বিষয়ে ব্রিফ করবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। তখন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
Published on: 2023-06-19 09:52:42.907006 +0200 CEST

------------ Previous News ------------