The Business Standard বাংলা
ক্ষমতায় থাকার জন্য সেন্টমার্টিন দ্বীপ লিজ দেব না: প্রধানমন্ত্রী

ক্ষমতায় থাকার জন্য সেন্টমার্টিন দ্বীপ লিজ দেব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও জনগণের সার্বভৌমত্বের সঙ্গে আপস করতে হয় এমন ক্ষমতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ। বুধবার (২১ জুন) সুইজারল্যান্ড এবং কাতারে তার সাম্প্রতিক সফরের বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "আমি সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় ফিরতে চাই না।" তিনি বলেন, "আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে এটাক করবে- এই ধরনের কাজ আমরা হতে দেব না।" "আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি," যোগ করেন প্রধানমন্ত্রী। অপপ্রচারে কান না দিয়ে গত সাড়ে ১৪ বছরে দেশের যে উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি হয়েছে দেশবাসীকে তা মূল্যায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। এখন জনগণই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সফলভাবে উন্নয়নশীল দেশে পরিণত করার সক্ষমতা কাদের রয়েছে।" শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, তার সরকার পূর্ব ও পশ্চিম উভয়ের সঙ্গেই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, তখন তিনি এমন একটি দেশকে বোঝাতে চেয়েছেন, যেটি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিশ্ব শান্তিরক্ষায় সমর্থন ও নিরপেক্ষতা  জন্য পরিচিত হবে। "এখান থেকেই আমাদের পররাষ্ট্রনীতির নির্দেশনা অনুপ্রাণিত ও সংশোধিত হয়েছে; 'সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়'- তার এই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে," যোগ করেন তিনি।
Published on: 2023-06-21 11:27:46.060759 +0200 CEST

------------ Previous News ------------