The Business Standard বাংলা
লোডশেডিং আরো কিছুদিন চলবে: নসরুল হামিদ

লোডশেডিং আরো কিছুদিন চলবে: নসরুল হামিদ

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনায় প্রচণ্ড দুর্ভোগে দেশবাসী। এতে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে। আজ শনিবার (৩ জুন) সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-151026 ) তীব্র তাপপ্রবাহে লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন, ব্যবসা, শিল্প ( /bangla/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/news-details-151026 ) দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশির ভাগ গ্যাস। আর ওয়েদারের অবস্থা...গরম বেড়ে গেছে, ৩৮ ডিগ্রির উপরে চলে গেছে, কোনো কোনো জায়গায় ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে। কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে লোডশেডিং বেড়েছে। কিছুদিন এ পরিস্থিতি থাকবে'। এসময় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে ১,৭০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, 'পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি হাফ বন্ধ আছে এবং সেকেন্ড হাফও আগামী ৫ জুনের পর বন্ধ হয়ে যাবে। কারণ, এখানে কয়লার অভাব দেখা গেছে এবং কয়লা আসতে ২০-২৫ দিন লেগে যাবে আমাদের। এটা একটা বড় বিষয় কয়লার কারণের জন্য। আমাদের এখানে এলসি খুলতে দেরি হয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও ছিল।'
Published on: 2023-06-03 14:39:06.492798 +0200 CEST

------------ Previous News ------------