The Business Standard বাংলা
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক 'নৌকা' মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।' ঈদুল আজহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। আ. লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, আমাদের লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন । যারা কখনই চায় না আ. লীগ পুনরায় ক্ষমতায় আসুক, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছিলেন, সেটা তিনি অবশ্যই পূরণ করবেন। তার সরকার সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ করে দেশে যারা কোনো উন্নয়ন দেখতে পায় না তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তারা দেখতে পায় না কিন্তু এর (উন্নয়নের সুফল) ভোগ করে।' রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে আজ সকাল ১১টা ২৭ মিনিটে সড়কপথে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী আম, বকুল এবং নিম গাছের তিনটি চারা রোপণ করেন। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন। শেখ হাসিনা স্থানীয় আ.লীগ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
Published on: 2023-07-01 13:55:27.192233 +0200 CEST

------------ Previous News ------------