The Business Standard বাংলা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে: ইইউ’র প্রতিনিধিদলকে আওয়ামী লীগ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে: ইইউ’র প্রতিনিধিদলকে আওয়ামী লীগ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে। সোমবার (১০ জুলাই) ঢাকায় নিযুক্ত ইইউ'র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন দলের চার সদস্যের এই উপকমিটি। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত এম জমির বৈঠকে উপস্থিত ছিলেন। শাম্মী আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা ইইউ'র প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব।" আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে ইইউ'র প্রতিনিধিরা অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এ সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি'র নির্বাচনে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। ইইউ'র প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের মূল বৈঠক হবে আগামী ১৫ জুলাই। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সাক্ষাৎকারের প্রতিনিধিত্ব করবেন।
Published on: 2023-07-10 18:52:55.414223 +0200 CEST

------------ Previous News ------------