The Business Standard বাংলা
মার্কিন ভিসা নীতি অবাধ নির্বাচনের জন্য সরকারের অঙ্গীকারের পরিপূরক: প্রধানমন্ত্রীকে উজরা জেয়া

মার্কিন ভিসা নীতি অবাধ নির্বাচনের জন্য সরকারের অঙ্গীকারের পরিপূরক: প্রধানমন্ত্রীকে উজরা জেয়া

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের পরিপূরক হিসেবে তার দেশ নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উজরা জেয়া এ কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রীকে জেয়া বলেন, "আমরা কোন দলের প্রতি পক্ষপাতী নই, আমরা একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।" গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর আন্ডার সেক্রেটারি জেয়া টুইট বার্তায় বলেন, "বাংলাদেশে আসতে পেরে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।" বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় কাটান তিনি। জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারকে এগিয়ে নিতে, শরণার্থী ও মানবিক ত্রাণকে সমর্থন করতে, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে, সশস্ত্র সংঘাত রোধ করতে এবং মানবপাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।
Published on: 2023-07-13 09:10:38.115683 +0200 CEST

------------ Previous News ------------