The Business Standard বাংলা
করিম জানাতের হ্যাটট্রিক ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় জয়

করিম জানাতের হ্যাটট্রিক ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় জয়

শেষ ওভারে জয়ের জন্য দরকার ৬ রান। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ সময় নিতে চাইলেন না, করিম জানাতের করা প্রথম বলেই চার মেরে চাপ কমিয়ে আনলেন। কিন্তু অদৃশ্য চাপ তো তখনও তার কাঁধে, সেই চাপেই কিনা পরের বলে ক্যাচ তুলে সাজঘরে মিরাজ। এরপর চরম নাটকীয়তা, টানা দুই বলে তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে বসলেন করিম। দলকে জেতানোর গুরুদায়িত্ব তখন শরিফুল ইসলামের কাঁধে, ২ রান তুলতে হবে ২ বলে। তরুণ এই পেসার নিজের খেলা প্রথম বলেই মেরে দিলেন চার, বাংলাদেশ পেল রোমাঞ্চকর এক জয়। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে দশম ম্যাচে এটা বাংলাদেশের চতুর্থ জয়। রুদ্ধশ্বাস লড়াই শেষে পাওয়া এই জয়ে সিলেটে জয় খরা কাটলো সাকিবদের। পাঁচ বছর আগে (২০১৮ সালে) এই মাঠে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ এখানে আগের দুই ম্যাচেই হেরেছিল। এবারই প্রথম সিলেটের মাঠে টি-টোয়েন্টিতে মিললো জয়ের স্বাদ। লক্ষ্য বড় ছিল না, কিন্তু যেভাবে শুরু হয়; তাতে চাপ এসে ভর করে। বল-রানের ব্যবধান ক্রমেই চোখ রাঙাতে শুরু করে। অর্ধেক পথ পেরোনোর আগেই চার উইকেট হারানো দলের হাল ধরেন দুই তরুণ তাওহদি হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। অসাধারণ ব্যাটিংয়ে জয়কে হাতের মুঠোয় নিয়ে আসেন তারা। শেষ বেলায় শামীম ফিরলেও লড়ে যান ম্যাচসেরা হৃদয়। যদিও অপর প্রান্তে চলতে থাকে ভাঙনের খেলা। তবু শেষ পর্যন্ত তার দুর্বার ইনিংসটি বিফলে যায়নি, দলের অসাধারণ জয়ে সবচেয়ে বড় অবদানের ঘরে তার নামটিই লেখা থাকবে। বিস্তারিত আসছে…
Published on: 2023-07-14 18:19:40.76716 +0200 CEST

------------ Previous News ------------