The Business Standard বাংলা
ছাত্রলীগের হামলায় মিরপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি ব্যহত

ছাত্রলীগের হামলায় মিরপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি ব্যহত

ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে আজ ঢাকায় বিএনপি'র পদযাত্রা চলাকালে মিরপুর বাংলা কলেজের কাছে দলটির নেতাকর্মী ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বাংলা কলেজ শাখা) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে টিবিএস এর নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, বেলা ১১টা ৫০ মিনিটে বিএনপির মিছিলটি মিরপুরের সরকারি বাংলা কলেজের কাছাকাছি গেলে কলেজের ছাত্রলীগ শাখার সদস্যরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এসময় বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে অনেকেই পাল্টা হামলা চালায়। আবার অনেককে কলেজের ভেতর আশ্রয় নিতে দেখা যায়। এ সময় সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ ৩৬ দলের দুইদিন ব্যাপী পদযাত্রার প্রথম দিন আজ। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। গাবতলী থেকে শুরু হওয়া এ পদযাত্রা রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত চলবে। পদযাত্রা শুরু করার আগে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমাদের উদ্দেশ্য একটাই- ৩৬টি রাজনৈতিক দল একসাথে ঘোষণা দিয়েছে এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।" তিনি বলেন, "আমরা পরিষ্কার করে বলেছি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়।" তিনি বলেন, "আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়ানো হিরো আলমকেও পেটানো হয়েছে। সাপকে যেভাবে মারে সেভাবে হিরো আলমকে মারা হয়েছে।" মির্জা ফখরুল বলেন, "আবার অথর্ব নির্বাচন কমিশন বলে ১১ শতাংশ ভোটে নাকি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এসব তামাশা বন্ধ করুন। জনগণকে ভোটকেন্দ্রে নিতে পারেনি আওয়ামী লীগ। আমাদের সোজা কথা, এ সরকারকে পদত্যাগ করতে হবে।" পদযাত্রাটি গাবতলী-টেকনিক্যাল মোড়-মিরপুর-১-মিরপুর-১০ গোলচত্বর-কাজীপাড়া-শেওড়াপাড়া-তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি-কারওয়ান বাজার-এফডিসি-মগবাজার-মালিবাগ-কাকরাইল-নয়াপল্টন (পার্টি অফিস)-ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে বিকেল ৪টায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রায় আরো উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপি নেতা আবদুস সালাম, আহমেদ আজম খান, নাজিম উদ্দীন আলম, মীর সরাফত আলী সপু, আমিনুল হক।
Published on: 2023-07-18 08:44:53.958572 +0200 CEST

------------ Previous News ------------