The Business Standard বাংলা
নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় র‌্যাব: মহাপরিচালক

নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় র‌্যাব: মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে র‌্যাবের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 'যাদের আমেরিকায় ব্যবসা আর রিয়াল এস্টেট আছে, অথবা যারা সেখানে অর্থ পাচার করেছে, তারাই নিষেধাজ্ঞাকে ভয় পাচ্ছে। র‌্যাব এসব কাজে জড়িত নয়,' গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় বৃহস্পতিবার (২০ জুলাই) একটি ক্যাম্প উদ্বোধনের সময় এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক। তিনি দৃঢ়ভাবে জানান, র‌্যাবের ওপর যতই নিষেধাজ্ঞা আসুক না কেন, র‌্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না। তিনি বলেন, 'র‌্যাবে যোগদানের পর আমি স্পষ্ট বলেছি যে আমি এসব স্যাংশন নিয়ে মাথা ঘামাই না। আমাদের ফোকাস জনগণের সেবা করা এবং এসব নিষেধাজ্ঞার উৎস নিয়ে আমরা শঙ্কিত নই।' মন্ত্রিপরিষদের এক বৈঠকের সময় তিনি মন্ত্রিপরিষদ সচিবকে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা না করতে বলেছিলেন কারণ এটি র‌্যাবের জন্য ভালো শোনায় না।
Published on: 2023-07-20 19:06:29.862806 +0200 CEST

------------ Previous News ------------