The Business Standard বাংলা
ভোটের আগে আর সংলাপ নয়: ইসি আনিছুর

ভোটের আগে আর সংলাপ নয়: ইসি আনিছুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপ করার বিষয়ে ভাবছে না নির্বাচন কমিশন। সেইসঙ্গে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে বলেই মনে করে কমিশন। আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। চলমান রাজনৈতিক সংকট নিরসনে কমিশন উদ্যোগ নিবে কিনা জানতে চাইলে ইসি আনিছুর বলেন, "রাজনৈতিক বিষয় আমাদের এখতিয়ার না, রাজনীতির মাঠেই তার সমাধান হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা তফসিল দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।" উল্লেখ্য, দায়িত্বভার গ্রহণের চারমাস পরই বর্তমান নির্বাচন কমিশন সংলাপের উদ্যোগ নেয়। তখন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও, তাদের থেকে সাড়া পায়নি কমিশন। জাতীয় নির্বাচনের তফসিল কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, "তফসিল নিয়ে এখনও আলোচনা হয়নি। যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।" আনিছুর বলেন, "নির্বাচন অনুষ্ঠানে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলেরও প্রস্তুতি নেওয়া উচিত।" কমিশনের নিবন্ধন না পেয়ে কয়েকটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, "ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।" জাতীয় নির্বাচনের আগে সকল দলের রাজনৈতিক কর্মসূচি বৃদ্ধি পাওয়াও স্বাভাবিক বলে মন্তব্য করেন ইসি।
Published on: 2023-07-25 15:59:03.814833 +0200 CEST

------------ Previous News ------------