The Business Standard বাংলা
১৩ বিদেশি দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা

১৩ বিদেশি দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে বিবৃতি দেওয়া ১৩ বিদেশি মিশনের প্রধানদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক শুরু করেছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায়, বৈঠক শেষে বিকেল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে ব্রিফ করবেন। হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি বিদেশি মিশনগুলো পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানায়। বিবৃতির জেরে ২০ জুলাই ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানায় সরকার। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানিয়ে দেওয়া হয়। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। এর মধ্যে গ্রেপ্তার দুজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
Published on: 2023-07-26 11:49:54.757879 +0200 CEST

------------ Previous News ------------