The Business Standard বাংলা
রবিবার সচিবালয় ঘেরাও করতে পারে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো

রবিবার সচিবালয় ঘেরাও করতে পারে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো

বিএনপির মহাসমাবেশ থেকে  আজ (২৮ জুলাই) অন্যান্য সমমনা দলগুলো মিলে সচিবালয় ঘেরাও করার সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে। সূত্র মতে, রবিবার তারা সচিবালয় ঘেরাও করবেন। তবে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি দুপুর সোয়া ২টার দিকে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে তাদের এক দফা আন্দোলনের দাবিতে মহাসমাবেশ শুরু করে। এক দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। বিএনপি ছাড়াও গণতন্ত্রমঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী জোট, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), এলডিপি, গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য জোটসহ ৩৭টি সমমনা দলও আলাদাভাবে একই তারিখে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে আজ বিকাল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করছে।
Published on: 2023-07-28 11:33:02.37107 +0200 CEST

------------ Previous News ------------