The Business Standard বাংলা
'দণ্ডপ্রাপ্ত কোনো আসামির' বক্তব্য প্রচার না করার শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

'দণ্ডপ্রাপ্ত কোনো আসামির' বক্তব্য প্রচার না করার শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

অবশেষে দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তৃতা প্রচার না করার শর্তে আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, "যখনই তারা আবেদন করেছে আমরা (সমাবেশ করার) অনুমতি দিয়েছি। কিন্তু যখন কোনো অনুষ্ঠান বা সমাবেশ নিয়ে নেতিবাচক গোয়েন্দা তথ্য আমাদের কাছে আসে, তখন আমরা সেসব বিষয় বিবেচনা করে অনুমতি দেই না। এবার অনুমতি দেওয়া হয়েছে এই শর্তে যে, তারা দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য সমাবেশে প্রচার বা প্রকাশ করতে পারবে না।" পুলিশের আরেক কর্মকর্তা জানান, সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় অন্তত ১,১০০ পুলিশ মোতায়েন রয়েছে। দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এর আগে, রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাদের সোমবারের সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আলোচনার পর তা না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়।" এর আগে, গত ২৮ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, দল আর রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি নেবে না। বিএনপির এ নেতা জোর দিয়ে বলেছিলেন, বিএনপি কেবল তাদের অনুষ্ঠান সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করবে, অনুমতি চাইবে না। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রোববার বলেছিলেন, সোমবার দেশব্যাপী সমাবেশের অনুমতি না পেলে বিএনপিকে কোনোভাবেই রাজপথে নামতে দেওয়া হবে না।
Published on: 2023-07-31 11:24:02.532646 +0200 CEST

------------ Previous News ------------