The Business Standard বাংলা
রপ্তানি আয়ের জন্য ডলারের দাম বাড়ল ১ টাকা; রেমিট্যান্সের জন্য বাড়ল ০.৫০ টাকা

রপ্তানি আয়ের জন্য ডলারের দাম বাড়ল ১ টাকা; রেমিট্যান্সের জন্য বাড়ল ০.৫০ টাকা

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৮.৫০ টাকা ও রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ০.৫০ টাকা বাড়িয়ে ১০৯ টাকা করা হয়েছে। আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ০.৫০ টাকা বাড়িয়ে ১০৯.৫০ টাকা করা হয়েছে। তবে ব্যাংকগুলো প্রতি ডলারে ১ টাকা করে লাভ করতে পারলেও ডলারের দাম ১০৯.৫০ টাকার সীমা অতিক্রম করতে পারে না। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসের বৈঠকে আন্তঃব্যাংক ডলারের দাম ১০৯ টাকার বেশি হওয়া যাবে না বলে একটি নতুন নিয়ম করা হয়েছিল। এক ডলার কেনার জন্য একটি ব্যাংকের গড় খরচ ১০৭.৫০ টাকা হলে ব্যাংক গ্রাহকদের কাছে সর্বোচ্চ ১০৮.৫০ টাকায় বিক্রি করতে পারে। তবে এক ডলার কেনার গড় খরচ যদি ১০৮.৭০ টাকা হয়, তাহলে বিক্রি করার সময় ব্যাংক সর্বোচ্চ ১০৯ টাকা দাম রাখতে পারে।
Published on: 2023-07-31 16:49:54.267658 +0200 CEST

------------ Previous News ------------