The Business Standard বাংলা
অক্টোবরের শুরুতে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

অক্টোবরের শুরুতে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, অক্টোবরের শুরুর দিকে বাংলাদেশে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র। আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠকের পর সাংবাদিকদের পিটার হাস বলেন, "প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দলটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।" মঙ্গলবার (১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে সিইসি'র সাথে আরও চারজন কমিশনার উপস্থিত ছিলেন। পূর্বনির্ধারিত বৈঠকে তাদের সঙ্গে যোগ দেন ইসি সচিব জাহাঙ্গীর আলমও।
Published on: 2023-08-01 09:22:08.958556 +0200 CEST

------------ Previous News ------------