The Business Standard বাংলা
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০,০০০ এর কাছাকাছি

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০,০০০ এর কাছাকাছি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১৩৪ জন। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখে পৌঁছেছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯৯ হাজার ৯৯৪ জন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৬ জন মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৫৮২ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৫৩২ জন ঢাকায় এবং ৪ হাজার ৫০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৯১ হাজার ৯৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
Published on: 2023-08-20 16:59:24.564565 +0200 CEST

------------ Previous News ------------