The Business Standard বাংলা
একজনের ৬০ বিঘার বেশি জমি থাকলে অতিরিক্ত জমি সরকার অধিগ্ৰহণ করতে পারবে

একজনের ৬০ বিঘার বেশি জমি থাকলে অতিরিক্ত জমি সরকার অধিগ্ৰহণ করতে পারবে

কোনো ব্যক্তির একার নামে ৬০ বিঘার বেশি জমি থাকলে বাড়তি জমি সরকার অধিগ্রহণ করতে পারবে। সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এমন বিধান রেখে ভূমি সংস্কার আইন ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, নতুন এ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি একক নামে ৬০ বিঘার (১ বিঘা = ৩৩ শতাংশ) বেশি জমি রাখতে পারবেন না। ৬০ বিঘার বেশি জমি কারোর নামে থাকলে অতিরিক্ত জমি সরকার অধিগ্রহণ করতে পারবে। তবে সমবায় সমিতি; চা, কফি, রাবার ও ফলের বাগানমালিক; শিল্প কারখানার কাঁচামাল উৎপাদন হয় এমন ভূমির মালিক; রপ্তানিমুখী শিল্প ও কৃষি প্রক্রিয়াজাত কর্মকাণ্ডের ভূমির মালিক; ওয়াকফ, ধর্মীয় ট্রাষ্ট্রের বেলায় এ নিয়ম প্রযোজ্য হবে না। মাহবুব হোসেন বলেন, ভূমিসংক্রান্ত আইন ভঙ্গ করলে এক লাখ টাকা অথবা এক মাস কারদণ্ড অথবা উভয় দণ্ড হবে। এছাড়া এ আইনে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ডিজিটাল ব্যবস্থা চালু ও তথ্যভান্ডার তৈরির বিধান রাখা হয়েছে।
Published on: 2023-08-28 16:45:01.662966 +0200 CEST

------------ Previous News ------------