The Business Standard বাংলা
চার ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

চার ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের চারটি ধারা ছাড়া বাকি সকল ধারার অপরাধ জামিনযোগ্য করে এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উল্লেখ, এই আইনে ৬০টি ধারা রয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, কম্পিউটার অবকাঠামোতে বেআইনি প্রবেশ, সাইবার সন্ত্রাসী কাজ ও অপরাধ, হ্যাকিং সংক্রান্ত অপরাধ এবং মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা প্রভৃতি অবমাননা করলে তার জামিন হবে না। তিনি বলেন, আইনটি আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করছে। ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজন ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ রয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনটির কিছু ধারায় কিছু সাজা কমানো ও জামিনযোগ্য করা ছাড়া বিষয়বস্তুতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।
Published on: 2023-08-28 14:21:31.665389 +0200 CEST

------------ Previous News ------------