The Business Standard বাংলা
অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপ

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপ

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে গণ মাধ্যমের সামনে নিজের এই সিদ্ধান্ত জানান তামিম। সেইসঙ্গে পিঠের চোটের কারণে এশিয়া কাপেও খেলবেন না বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ড সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে তামিম জানান, ' আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা উনাদেরকে বলেছি, কারণও জানিয়েছি। আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।' চোট কাটিয়ে মাঠে ফেরার পথে পুনবার্সন প্রক্রিয়ার জন্য এই মাসের শেষে এশিয়া কাপেও তামিম খেলতে পারবেন না বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এশিয়া কাপ শেষে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন তামিম। পিঠের নিচের অংশের এই চোট নিয়ে অনিশ্চয়তাই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে জানান তামিম, 'ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি । কিন্তু ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দলের জন্য সবসময়ই একটা কথা বলে এসেছি, সবকিছুর ওপরে আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো।' সব মিলিয়ে ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এর মধ্যে আছে ২১টি জয়, পরাজয় ১৪টি। ফলাফল হয়নি দুই ম্যাচে। সাফল্যের শতকরা হার ৬০ শতাংশ। বাংলাদেশকে ৫টির বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সাফল্যের হারে তিনিই সবার ওপরে।
Published on: 2023-08-03 18:40:11.051152 +0200 CEST

------------ Previous News ------------