The Business Standard বাংলা
দুর্নীতি দমনের সম্ভাব্য কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে আলোচনা দুদকের

দুর্নীতি দমনের সম্ভাব্য কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে আলোচনা দুদকের

যুক্তরাষ্ট্রের সফররত একটি প্রতিনিধি দলের সাথে অর্থপাচারসহ দুর্নীতি প্রতিরোধে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রোববার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বলে জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। এর সঙ্গে নির্বাচনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,  'নির্বাচনের সঙ্গে উনাদের আগমনের কোনো সম্পৃক্ততা নেই এবং এ জাতীয় কোন আলোচনা হয়নি। তারা মূলত দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন।' প্রতিনিধি দল দুদককে কোন দিক-নির্দেশনা দিয়েছে কিনা, এমন প্রশ্নে সচিব মাহবুব হোসেন বলেন, 'প্রথমত উনারা কিন্তু বাংলাদেশে দুর্নীতির বিষয় নিয়ে আলোচনার জন্য আসেননি। দ্বিতীয়ত, দুর্নীতির বিষয়ে কোন সহযোগিতা করবে কিনা- সে বিষয়েও আলোচনা হয়নি। তারা বাংলাদেশেকে টার্গেট করেও আসেননি। পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতির তথ্য আদান-প্রদান নিয়ে কাজ করেন তারা।' দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, সেগুলো ফিরে পাওয়ার বিষয়ে কথা হয়েছে কিনা, এই বিষয়ে প্রশ্ন করা হলে দুদক সচিব বলেন, 'এগুলো আলোচনার বিষয়ই ছিলো না। আজকে প্রাথমিকভাবে দেখা করলেন এবং তারা একটা ধারণা নিলেন। পরবর্তীতে উনারা আগ্রহ প্রকাশ করলে তখন কোন কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়, সেটা আলোচনা হতে পারে।' তিনি বলেন, তারা মূলত দেখতে এসেছেন দুর্নীতি দমন কমিশন কীভাবে কাজ করে। এখানকার আইন বিধি-বিধান সম্পর্কে তারা ধারণা নিয়েছেন। আপনারা জানেন, দুর্নীতি এখন আর একটি দেশের সমস্যা নয় এটি গ্লোবাল ইস্যু। বৈশ্বিকভাবে কীভাবে তথ্য আদান-প্রদান করা যায় সে বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে।
Published on: 2023-08-06 17:41:34.860073 +0200 CEST

------------ Previous News ------------