The Business Standard বাংলা
কারিগরি ত্রুটিতে বন্ধ মেট্রোরেল চলাচল

কারিগরি ত্রুটিতে বন্ধ মেট্রোরেল চলাচল

কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ রয়েছে ঢাকা মেট্রোরেল পরিষেবা। হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় সকালে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যবর্তী স্টেশনগুলোতে ভিড় জমতে থাকে যাত্রীদের। ঢাকা মেট্রো রেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওএসসিএস) কারিগরি ত্রুটির কারণে এমনটি ঘটেছে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা বর্তমানে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে একটি সমস্যার সম্মুখীন হয়েছি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু পড়েছে, এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।"
Published on: 2023-08-09 08:08:29.521592 +0200 CEST

------------ Previous News ------------