The Business Standard বাংলা
দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে চায়: ওবায়দুল কাদের

দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে চায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনের ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেজন্য ষড়যন্ত্রকারীরা তাকে হটাতে চায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আওয়ামী লীগ ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। দেশে আজ উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল হয়েছে। 'আজ শেখ হাসিনাকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। এদেশের শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হটাতে চায়।' শুক্রবার বিকেল ৩টা ৪২ মিনিটে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী করতে সংগঠনটি কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, 'তারুণ্যের মার্কা নৌকা। ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে। তারুণ্যের অভিযাত্রাকে সামনে রেখে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ কাজ করে যাবে।' কালী মন্দির, বাংলা একাডেমি ও টিএসসির পাশের তিনটি গেট দিয়ে হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে মিছিলে পুরো সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে। সমাবেশ উপলক্ষে আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়ার আগে সবাইকে তল্লাশি করা হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে এক সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, 'আমাদের রাজনীতি আদর্শ ও সংবিধানের বিধি-বিধানের ভিত্তিতে। আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না।' সাদ্দাম বলেন, যারা যুদ্ধাপরাধী ও রাজাকারের পক্ষে সাফাই গাইছে এবং সামরিক স্বৈরশাসকের পক্ষে ভূমিকা পালন করেছে, তাদের ছাড়া সব ছাত্রসংগঠনকে আমন্ত্রণ করা হয়েছে।
Published on: 2023-09-01 13:56:57.811982 +0200 CEST

------------ Previous News ------------