The Business Standard বাংলা
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে লালগালিচা সংবর্ধনা জানাল ঢাকা

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে লালগালিচা সংবর্ধনা জানাল ঢাকা

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। জি২০ সম্মেলনে অংশগ্রহণের পর বাংলাদেশে এলেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে নয়াদিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাখোঁ। আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টকে লাল গালিচায় বরণ করে নেওয়া হয়। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অভ অনারও দেয় এ সময়। গত ৩৩ বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে 'গভীর করার সুযোগ' হিসেবে দেখা হচ্ছে। ইমানুয়েল মাখোঁ আজ তার সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া এদিন সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাও জানাবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এরপর দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণে নভেম্বরে ফ্রান্স সফর করেন। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ১৯৯০ সালের শুরু থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের সূত্রপাত হয়। এরপর এ সম্পর্ক আরও গভীর হয়েছে। সংবাদসংস্থা ইউএনবির প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে ৪.৯ বিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে। ফ্রান্স রপ্তানির ক্ষেত্রে পঞ্চম দেশ। ফরাসি কোম্পানিগুলো এখন বাংলাদেশের প্রকৌশল, জ্বালানি, মহাকাশ ও পানিসহ বিভিন্ন খাতের সঙ্গে জড়িত।
Published on: 2023-09-10 17:57:48.530896 +0200 CEST

------------ Previous News ------------