The Business Standard বাংলা
সোমবার থেকে ঢাকা এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস: কোথা থেকে উঠবেন, নামবেন

সোমবার থেকে ঢাকা এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস: কোথা থেকে উঠবেন, নামবেন

আগামী সোমবার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে শুরু করবে বিআরটিসির বাস। প্রাথমিকভাবে ৮ টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হবে। বিআরটিসি প্রথম কোন লোকালবাস সার্ভিস যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলতে যাচ্ছে, এতে করে যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারাও ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। তবে এর জন্যে যাত্রিদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। স্বাভাবিক চলাচলের ভাড়া প্রদান করেই তারা দ্রুত গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি বলেন, এই রুটে আমাদের অনেক গাড়ি চলত। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটা ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে এগুলো একটি ডিপো থেকে নিয়ন্ত্রণ করা হবে। তিনি যোগ করেন, আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদ্দীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি। এরপরে এক টানেই এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট।
Published on: 2023-09-15 16:12:21.794226 +0200 CEST

------------ Previous News ------------