The Business Standard বাংলা
২৩ সেপ্টেম্বর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা আওয়ামী লীগের

২৩ সেপ্টেম্বর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা আওয়ামী লীগের

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৮ সেপ্টম্বর) বিরোধী দল বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণার পর আজ ক্ষমসীন দলের এ ঘোষণা আসে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় তিনি নেতাকর্মীদের সজাগ থেকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে টানা কর্মসূচি পালনের ঘোষণা দিল ক্ষমতাসীন দল। ঢাকা ও ঢাকার বাইরে এই কর্মসূচি পালিত হবে। এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ দিনের (১৯ সেপ্টেম্বর-৩ অক্টোবর) নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজধানীর প্রবেশপথে আটটিসহ রাজধানীতে আরও ১১টি অনুষ্ঠিত গণসমাবেশ হবে। এছাড়া, ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় পর্যায়েও পাঁচটি রোডমার্চ অনুষ্ঠিত হবে।
Published on: 2023-09-19 11:11:11.892365 +0200 CEST

------------ Previous News ------------