The Business Standard বাংলা
আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

আরও ছয়টি কোম্পানিকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী। ডিম আমদানির অনুমতি পাওয়া নতুন ছয় প্রতিষ্ঠান হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এমএস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স। স্থানীয় বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে এর আগে সরকার চারটি কোম্পানিকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছিল। বুধবার (২০ সেপ্টেম্বর) এই চার আমদানিকারক নিশ্চিত করেন, আগামী সপ্তাহ থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস মুরগির ডিম কিনতে পাওয়া যাবে ৯-১০ টাকায়। সরকার নির্ধারিত দাম না মানায় ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সরকার প্রতিটি ডিমের খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করলেও রাজধানী ঢাকায় ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা বা তারও বেশি দামে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক ডিমের চাহিদা দাঁড়িয়েছে চার কোটি পিসে; যা ছাড়িয়ে গেছে স্থানীয় উৎপাদনকে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম বলেছেন, খুচরা পর্যায়ে ডিমের দাম প্রতি পিস ১২ টাকার বেশি হওয়া উচিত নয় কারণ প্রতি পিস ডিমের উৎপাদন খরচ প্রায় ১০ টাকা ৫০ পয়সা।
Published on: 2023-09-21 10:15:45.021428 +0200 CEST

------------ Previous News ------------