The Business Standard বাংলা
আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

'বাজেট স্বল্পতা'র কারণে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে জানান,  ২০২৩-২৪ অর্থবছরে বাজেট স্বল্পতার কারণে  ইইউ তাদের পূর্ণাঙ্গ টিম না না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইউরোপীয়  ইউনিয়নের হেড অব ডেলিগেশনের পাঠানো একটি ইমেইলের বরাতে তিনি জানান, বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাত ফলপ্রসূ হওয়ায় তারা ইসিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সিইসি'র সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে। চলতি বছরের ৯ জুলাই, জাতীয় নির্বাচনের আগে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে।
Published on: 2023-09-21 10:55:08.683247 +0200 CEST

------------ Previous News ------------