The Business Standard বাংলা
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৪৪ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৪৪ টাকা

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় বিক্রি করা হবে। রোববার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলপিজি সিলিন্ডারের এই নতুন দামের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে আগস্ট ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৪০ টাকা। জুন মাসের চেয়ে ১৪১ টাকা বেশি দামে আগস্টে এলপিজি বিক্রি হয়েছে। বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সেই অনুযায়ী সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে। নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল ও শস্য সরবরাহের ঘাটতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশচুম্বী, তখনই দাম বাড়ানো হলো এলপিজির।
Published on: 2023-09-03 12:12:47.72068 +0200 CEST

------------ Previous News ------------