The Business Standard বাংলা
অর্থ ও সময়ের অপচয় এড়াতে শুরুতেই অবকাঠানোর নকশা সঠিকভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থ ও সময়ের অপচয় এড়াতে শুরুতেই অবকাঠানোর নকশা সঠিকভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ ও সময়ের অপচয় এড়াতে প্রাথমিক পর্যায়েই অবকাঠামো প্রকল্পগুলির নকশা সঠিকভাবে তৈরি করা উচিত, যাতে এটি ভেঙে ফেলা এবং নতুন করে তৈরি করার প্রয়োজন না হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের সংশোধিত পরিকল্পনা অনুমোদনের সময় এই নির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন, 'সেতু নির্মাণের পর দেখা গেছে যে, এর নিচ দিয়ে নৌকা যাওয়া সম্ভব নয়। ফলে সেতুর একটি অংশ ভেঙ্গে ফেলতে হয়েছে। এটা অর্থ ও সময়ের অপচয় এবং প্রধানমন্ত্রী তার বিরক্তি প্রকাশ করেছেন। গত অর্থবছরের শেষের দিকে চলমান উন্নয়ন প্রকল্পে সংশোধনের প্রবণতা বেড়েছে। গত জুনের এক একনেক সভায় প্রায় ১১ হাজার ৩৮৮ কোটি টাকার মোট ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তারমধ্যে নয়টি প্রকল্পের ব্যয় সংশোধন করা হয়। নয়টি প্রকল্পের মধ্যে ছয়টির ব্যয় ইতিমধ্যে এক বা একাধিকবার সংশোধিত হয়েছে। নয়টি সংশোধিত প্রকল্পের মূল ব্যয় ছিল প্রায় ৯,৩০৮ কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩,৯৭৮ কোটি টাকা।
Published on: 2023-09-05 13:35:01.427306 +0200 CEST

------------ Previous News ------------