The Business Standard বাংলা
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতির, নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতির, নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ বিজয়ের পর দলটির সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ ও তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। 'নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে গণ্য হবে,' বলা হয় প্রজ্ঞাপনে।
Published on: 2024-01-10 13:34:54.640945 +0100 CET

------------ Previous News ------------