The Business Standard বাংলা
৭ জানুয়ারি প্রকাশ্যে ভোট দেওয়ায় নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী ফরিদুল হককে শোকজ

৭ জানুয়ারি প্রকাশ্যে ভোট দেওয়ায় নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী ফরিদুল হককে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেয়ায় জামালপুর-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ও মন্ত্রী ফরিদুল হক খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী। তবে নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাঁকে কারণ দর্শানোর এই নোটিশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। শোকজ নোটিশে বলা হয়েছে, ফরিদুল হক ভোটগ্রহণের দিন সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখিত অপরাধের দায়ে ফরিদুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
Published on: 2024-01-11 12:59:12.686813 +0100 CET

------------ Previous News ------------