The Business Standard বাংলা
তীব্র শীতের কারণে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাসের সময় পরিবর্তন

তীব্র শীতের কারণে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাসের সময় পরিবর্তন

দেশব্যাপী তীব্র শীত, ১০ ডিগ্রির নিচেও নেমেছে কিছু জেলায় তাপমাত্রা। এই প্রেক্ষাপটে, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরু হবে। আজ সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার আগের নির্দেশনাও বহাল থাকবে।
Published on: 2024-01-22 13:26:33.572138 +0100 CET

------------ Previous News ------------