The Business Standard বাংলা
বিক্রির চাপের মধ্যে ব্যাংক খাত পতনের বিরুদ্ধে সমর্থন দিয়েছে, ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

বিক্রির চাপের মধ্যে ব্যাংক খাত পতনের বিরুদ্ধে সমর্থন দিয়েছে, ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ার বিক্রি করে দেওয়ার ব্যাপক চাপ থাকা সত্ত্বেও– দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেঞ্চমার্ক সূচক- ডিএসইএক্স এ মঙ্গলবার (২৩ জানুয়ারি) উত্থান হয়েছে। ব্যাংক খাতের শেয়ার দরে উত্থানের ফলে তৈরি হয় এ প্রতিরোধ সক্ষমতা, যা বাজারের নিম্নমুখী প্রবণতার চাপ সামলে নেয়। আজকের কার্যদিবসে ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৬ পয়েন্ট হয়েছে, ব্লু-চিপ ভুক্ত কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ দশ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ১৫৮। বাজারের অবস্থার অন্যতম নির্দেশক- মোট লেনদেন এদিন ১,১০০ কোটি টাকার ঘর ছাড়িয়ে, ৮ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মঙ্গলবার লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ কোটি টাকায়, গতকালের তুলনায় যা বেড়েছে ১৩ শতাংশ। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও ২৩ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৫ পয়েন্ট পতন নিয়ে আজকের লেনদন শুরু হয়। তবে পরে ব্যাংকিং খ্যাত সমর্থন মূল সূচকের বড় পতন ঠেকায়। তবে বিক্রির চাপের কারণে ২২৭টি শেয়ারের দর কমেছে, বেড়েছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক খাতের শেয়ার কেনারই বেশি আগ্রহ দেখা গেছে, যেগুলোর দর আগে ফ্লোর প্রাইসের মাধ্যমে বেধে দেওয়া ছিল। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে, একটির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে তিনটির।
Published on: 2024-01-23 12:30:39.324467 +0100 CET

------------ Previous News ------------