The Business Standard বাংলা
ভোটের আগের দিন থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

ভোটের আগের দিন থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

জাতীয় নির্বাচনের ভোটের আগের দিন ৬ জানুয়ারি সকাল থেকে ৮ জানুয়ারি সকাল পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে বিএনপি-সহ সমমনা দল ও জোটগুলো। এরআগে এক ব্রিফিং এ রিজভী জানিয়েছেন, আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।
Published on: 2024-01-04 11:37:44.062274 +0100 CET