The Business Standard বাংলা
আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৬ আসনের আ.লীগ প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল ইসি’র

আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৬ আসনের আ.লীগ প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল ইসি’র

'নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের' দায়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে কমিশন এ সিদ্ধান্ত নেয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, মোস্তাফিজুর এর আগেও বেশ কয়েকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন এবং এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইসি। এর আগে গত ৩ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান মোস্তাফিজুর। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বাদী হয়ে মোস্তাফিজুরের বিরুদ্ধে এ মামলা করেছিলেন। ৩০ নভেম্বর মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমর্থকদের বিশাল একটি দল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক শোডাউন করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়া অভিযোগ রয়েছে, তার পদক্ষেপ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন কি না — এমন প্রশ্ন করায় এই এমপি একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে মোস্তাফিজুর ওই সাংবাদিকের প্রাণনাশের হুমকিও দেন। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আরও বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার পর আহত এক সাংবাদিক রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন।
Published on: 2024-01-07 12:12:38.315584 +0100 CET

------------ Previous News ------------