The Business Standard বাংলা
ট্রেজারি বিলের সুদহারের উত্থানে ফেব্রুয়ারিতে ঋণ নেওয়ার খরচ বেড়ে হলো ১২.৪৩ শতাংশ

ট্রেজারি বিলের সুদহারের উত্থানে ফেব্রুয়ারিতে ঋণ নেওয়ার খরচ বেড়ে হলো ১২.৪৩ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারিতে নতুন ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 'সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল' বা 'স্মার্ট' সুদহার ধরতে হবে ৮ দশমিক ৬৮ শতাংশ। এতে ব্যাংকগুলোর অর্থ ধারের খরচ আরো বাড়লো। ব্যাংকগুলো স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে গ্রাহককে ঋণ দিতে পারবে। তাতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার দাঁড়াবে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ। জানুয়ারিতে সর্বোচ্চ ১১ দশমিক ৮৯ শতাংশ সুদহারে গ্রাহকদের ঋণ দেয় ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতিতে লাগাম টানতে এসময় সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংকখাত থেকে উচ্চ সুদহারে ঋণ নেয়। প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার হিসাব করে নির্ধারণ হয় 'স্মার্ট' রেট। প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কত হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। যা পরের মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হয়। ডিসেম্বরে গ্রাহকদের সর্বোচ্চ ১১ দশমিক ২২ শতাংশ সুদহারে ঋণ দিয়েছে ব্যাংক। ২০২৩ সালের ২৭ ডিসেম্বরে সরকার ৯১-দিনের ট্রেজারি বিলের মাধ্যমে ১১ দশমিক শূন্য ৮ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয় ৫ হাজার ২৪৬ কোটি টাকা। আর ২৪ ডিসেম্বরে ৯১-দিন, ১৮২-দিন ও ৩৬৪-দিনের ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ৫ হাজার ২৯৮ কোটি টাকা ঋণ নেয়। এক্ষেত্রে সুদহার ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৫০ শতাংশ।
Published on: 2024-02-01 12:22:28.392637 +0100 CET

------------ Previous News ------------